আমি মারা গেলে?
❖ আমরা মানুষ, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য। আমাদের জন্ম হয়েছে মানে মৃত্যু আমাদের জন্য পরম সত্য। আমরা যারা জন্ম গ্রহন করেছি আমাদের মৃত্যুবরন করতেই হবে। মৃত্যুর মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনের সমাপ্তী ঘটবে, সাথে সাথে শুরু হবে আখিরাতের জীবন। অনুষ্ঠিত হবে হাশর। সেদিন সবাই তার নিজের চিন্তা করবে। কেউ কাউকে পরিচয়ও দিবে না। মা-বাবা তাদের সন্তানদের পরিচয় দিবে না আর সন্তানরা তাদের মা-বাবাদের।সবাই চাইবে জাহান্নাম থেকে দূ্রে থাকতে এবং জান্নাতের দিকে অগ্রসর হতে, কিন্তু চাইলেই কেউ নিজের ইচ্ছে মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাকে দুনিয়ার জীবনের হিসেব দিতে হবে। যে ব্যাক্তির আমলনামা ডান হাতে পাবে সে ব্যাক্তিই সেদিন সফল মানুষদেরে দলে থাকবে। আর যে ব্যাক্তির আমলানাম বাম হাতে আসবে সে হবে চির দুখি তাকে আর কেউ বাঁচাতে পারবে না। তাকে আল্লাহর আযাব ভোগ করতেই হবে।আল্লাহ তায়ালা বলেন- ➲ [হে মানুষেরা ! তোমাদের রবের ক্রোধ থেকে সতর্ক হও এবং সেদিনের ভয় করো যেদিন কোন পিতা নিজের পুত্রের পক্ষ থেকে প্রতিদান দেবে না এবং কোন পুত্রই নিজের পিতার পক্ষ থেকে কোন প্রতিদান দেবে না৷ প্রকৃতপক্ষে আল্লাহর প্রতিশ্রুতি সত্য ৷ কাজেই এ দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে এবং প্রতারক যেন তোমাকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করতে সক্ষম না হয়৷] --(সূরা আল লোকমান,আয়াত ৩৩) এ সম্পর্কে আল্লাহ তায়ালা আরো বলেন- ➲ اُولٰٓئِکَ الَّذِیۡنَ حَبِطَتۡ اَعۡمَالُهُمۡ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ۫ وَ مَا لَهُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ -[ওরাই, যাদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোন সাহায্যকারী নেই।] ❖ আখিরাতে আমাদের আমল ছাড়া আর কেউই আমাদের কাজে আসবে না। আমআদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আত্মসংযম করতে হবে। এ সম্পর্কে আল্লাহ বলেন- ➲ [তোমরা পরকালের পাথেয় সংগ্রহ কর এবং আত্মসংযমই শ্রেষ্ঠ পাথেয়।] ❖ আল্লাহ কুরআন নাযিল করেছেন মানুষের হিদায়েতের জন্য। জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কুরআন থেকে হিদায়েত গ্রহন করতে হবে এবং হযরত মুহাম্মদ (সঃ) এর সুন্নাহ মেনে চলতে হবে। আল্লাহ বলেন- ➲ وَ الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ وَ مَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِکَ ۚ وَ بِالۡاٰخِرَۃِ هُمۡ یُوۡقِنُوۡنَ -[আর তোমার প্রতি যা নাযিল হয়েছে ও তোমার পূর্বে যা নাযিল হয়েছে তাতে তারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী। তাইসিরুল।] আল্লাহ আরো বলেন- ➲ [রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ ] ◉ তাই সময় থাকতে আমাদেরকে সচেতন হতে হবে। যত দিন আমাদের জীবন আছে তত দিন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহন করতে হবে।
তাই নিজিকে প্রশ্ন করুন --- আমি মরে গেলে ?

Comments
Post a Comment