নামিবিয়া: আফ্রিকান মরুভূমির রত্ন


নামিবিয়ার সরকারি নাম রিপাবলিক অফ নামিবিয়া। এটি আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি দেশ। প্রকৃতিক সম্পদে সমৃদ্ধ আফ্রিকার আরো একটি দেশ নামিবিয়া। বাহারি পাখির মেলা দেশটির অন্যতম আকর্ষণ। অর্থনৈতিক ভাবে দক্ষিণ আফ্রিকার সাথে ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত নামিবিয়া। এর অর্থনীতি মূলত খনিজ সম্পদের উপর নির্ভরশীল। এর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পনেরো শতকে পর্তুগিজরা নামিবিয়ায় প্রবেশ করে ।পরবর্তীতে ১৮৮৪ সালে দেশটি জার্মান দখল করে নেয়। ১৯৬০ সালে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার নাম পরিবর্তন করে নামিবিয়া রাখা হয় ।১৯৯০ সালে ২১ মার্চ দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এর আয়তন ৮,২৫,৬১৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২৬ লাগ ৬২ হাজার। আয়তন এর দিক থেকে বিশ্বের ৩৪ তম দেশ এটি।বর্তমানে এর সরকারি ভাষা "ইংরেজ"।তবে দেশের বেশির ভাগ মানুষের মুখের ভাষা "অশিয়ামোব"।নামিবিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর "উহন্ডহোক"।দেশটির গড় বাষিক তাপমাত্রা ১৭-২৫ ডিগ্রি সেলসিয়াস ।নামিবিয়া কে চিতাদের দেশ ও বলা যেতে পারে ।এদশে প্রায় ২৫০০ থেকে ৩০০০ চিতা বাঘ এর প্রমান পাওয়া গেছে ।দীর্ঘ মরুভূমির এ দেশে একটি ভয়ংকর স্থান ও রয়েছে যার নাম" কংঙকাল উপকূল"যা নাবিক ও জাহাজের জন্য পৃথিবীর বৃহত্তম কবরস্থান। এখানে অনেক নাবিক একসাথে মারা যায় জাহাজ ডুবিতে তার থেকে তাই এ স্থানকে জাহাজ ও নাবিকের কবর স্থান বলা হয় ।নামিবিয়া এর আশেপাশে কোন শত্রু রাষ্ট্রী না থাকলেও এটি সামরিক শক্তি তে বেশ এগিয়ে। GDP এর পাঁচ শতাংশ খরচ করে সামরিক খাতে ।নামিবিয়া এর মুদ্রার নাম "নামিবীয় ডলার"।১ নামিবীয় ডলার সমান ৪.৫৫ টাকা ।নামিবিয়া এর ডায়েলিং কোড হচ্ছে +২৬৪

Farhana Akter Faria
© JSSOL Blogs

Comments