Boom Overture - The Son of Concord
সুপারসনিক গতির জন্য বিমানটিকে বলা হচ্ছে Son Of Concord বা Concord এর পুত্র। Concord এর মতোই লন্ডন থেকে নিউইয়র্ক পাডি দিতে বিমানটি সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা বর্তমানে প্রচলিত সবচেয়ে দ্রুতগতির প্যাসেঞ্জার ফ্লাইট এর ও এ দূরত্ব পাড়ি দিতে সময় লাগে দ্বিগুণেরও বেশি। 65 থেকে 80 জন বিজনেস ক্লাস যাত্রী বহনে সক্ষম ও Boom Overture নামের বিমানটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক কলোরাডো প্রতিষ্ঠান BOOM SuperSonic। লন্ডন থেকে নিউইয়র্ক এর পথে আটলান্টিকের আকাশে এর গতি হবে 1.71 মেগ বা ঘন্টায় 2 হাজার কিলোমিটার। গতির দিক থেকে কনকর্ড এর সঙ্গে মিল থাকলেও অনেক দিক থেকেই কনকর্ড থেকে বেশ আলাদা বিমানটি। বিশেষ করে খুবই কম জ্বালানীর প্রয়োজন হবে বিমানটির ওড়াতে আর জ্বালানি ও হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। বিমানটিতে থাকছে Noise Reduction System ফলে ওড়ার সময় Concord এর মত বিকট শব্দ হবে না যা শস্তি দেবে এর যাত্রীসহ বিমানবন্দর কতৃপক্ষকে। এক সময় অতিরিক্ত শব্দের জন্য Concord নিষিদ্ধ ছিল বিশ্বের অনেক এয়ারপোর্টের। BOOM Overture এর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে আগামী 2024 সালে 2026 সালে বিমানটিকে পরীক্ষামুলকভাবে ওড়ানোর টার্গেট করেছে বোম সুপারসনিক, আর বিমানটি বাণিজ্যিকভাবে আকাশে উড়তে শুরু করবে 2029 সালে। Concord কে ব্যতিক্রম ধরলে গত কয়েক দশক ধরে গতির দিক থেকে একটি বৃত্তে আটকে রয়েছে বিশ্বের এভিয়েশন ইন্ডাস্ট্রি সেই প্রেক্ষিতে ডিজাইন ও গতির দিক থেকে BOOM Overture নিঃসন্দেহে এভিয়েশনের জগতে একটি বৈপ্লবিক পদক্ষেপ।
© JSSOL Blogs
Comments
Post a Comment